পাবনার ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুরে বজ্রপাতে কোরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। তিনি উপজেলার ধানুয়াঘাটা গ্রামের মৃত নুরু ফকিরের ছেলে।
কোরবান আলীর ছেলে মাসুদ আলী জানান, তার বাবা আজ শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের পরে পাট জাগ দেওয়ার জন্য মাঠে যান। কাজ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে ধানুয়াঘাটা বাজারের কাছে পৌছালে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে পড়ে যান।
আরও পড়ুনপরে বাজারের লোকজন স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর থানার এস আই নুরে আলম বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন