পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে জুঁই খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড়াল নদের পাড়ের জালেশ্বর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জুঁই ওই গ্রামের জুয়েল হোসেনের মেয়ে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল জুঁই। ওই সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে খুঁজে না পাওয়ায় খোঁজ করতে থাকেন সকলে। এক পর্যায়ে বাড়ির পাশদিয়ে বয়ে চলা বড়াল নদে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন