পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটন শিল্পের বিকাশে ইউএনও’র নানামুখী উদ্যোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে ভৌত অবকাঠামোগত উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। জানা যায়, ডাক বাংলো মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে ভারতের শৈল্য শহর দার্জিলিং, হিমালয় পর্বত এবং সিকিম ও নেপালে অবস্থিত কাঞ্জনজঙ্ঘা খালিচোখে খুব কাছাকাছি দেখা মিলে।
দেশের ভূখন্ড থেকে এ দৃশ্যপট দেখতে শীতকালে দেশি-বিদেশি পর্যটকদের বিপুল সমাগম ঘটে তেঁতুলিয়ায়। দেশের সর্বোত্তরে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা উপজেলায় ভারি কোন শিল্প কারখানা গড়ে ওঠেনি। সমতলে চা শিল্পের প্রসার হলেও চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে তা এখন ধ্বংসের মুখে।
কিন্তু বিগত কয়েকবছরে তেঁতুলিয়া উপজেলা প্রতিনিয়ত পর্যটনসমৃদ্ধ একটি উপজেলার দিকে অগ্রসর হচ্ছে। এতে পর্যটন খাতে বিপুল সম্ভাবনার দ্বার উম্মোচিত হয়েছে। তাই উপজেলার সৌন্দর্যবর্ধন ও পর্যটন শিল্পের বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এসব প্রকল্পের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় দেশের সবচেয়ে উঁচু পতাকা স্ট্যান্ড ও প্রাঙ্গণ নির্মাণ, গেইট ও স্ট্রিট লাইন নির্মাণ, তেঁতুলিয়া পুরাতন বাজার মহানন্দা নদীর তীরে শিশুপার্ক স্থাপন, পর্যটক ও শিশুদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন প্রকার চিল্ড্রেন রাইডসসহ খেলাসামগ্রী স্থাপন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ উন্নয়ন, সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী (ফুটবল) বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, সরকারি নিবন্ধনভুক্ত এতিমখানার শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের উন্নয়ন, অফিসার্স ক্লাব সংলগ্ন মাঠে টেনিস ও ভলিবল গ্রাউন্ড স্থাপন প্রকল্পের কাজ চলমান রয়েছে।
আরও পড়ুনএছাড়া ভিক্ষাবৃত্তি পেশা থেকে ফেরানোর জন্য অসহায়/বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের কর্মসংস্থান তৈরি আর্থসামাজিক মান্নোনয়নে সেলাই মেশিন সরবরাহ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে ।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম বলেন, তেঁতুলিয়ার পর্যটনশিল্পের বিকাশ ও নান্দনিকতার জন্য শিশুপার্ক ও মহানন্দা পার্ক নির্মাণ খুব যুগোপযোগী উদ্যোগ। বর্তমান ইউএনও উপজেলার নানামুখী উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছেন এটি নি:সন্দেহ প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, প্রতিটি প্রকল্পের কাজ জনকল্যাণ ও জনসেবামূখী করতে অবকাঠামো উন্নয়ন তদারকি করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে একই নামে প্রকল্পের দ্বৈততা পরিহার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের মাঝে প্রদান নিশ্চিতে কাজ করা হচ্ছে।
এজন্য পাইলটিং হিসেবে নতুন দুইটি ওয়েব বেইজ সফটওয়্যার ডেভেলপ করে সংশ্লিষ্ট দপ্তরের দপ্তর প্রধান ও টেকনিক্যাল পার্সনদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সময় তিনি উপজেলায় জনকল্যাণমুখী উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন