ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প

পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খুব শিগগিরই সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করে এ তথ্য।

মার্কিন প্রেসিডেন্ট জানান, মস্কো সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিনের। এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের অবগত করেছেন বলেও জানান তিনি। এ সময় রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করে যাওয়ার কথাও বলেন ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন ট্রাম্প। তবে কবে কোথায় এবং ঠিক কবে পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে, পুতিন ও উইটকফের বৈঠক সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি দেয় ক্রেমলিন। সেখানেও বলা হয় ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের ঠিক আগে মধ্যস্থতার এমন উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। নাহলে পূর্বঘোষণা অনুযায়ী দুই দিন পর অর্থাৎ ৮ আগস্ট রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবেন ট্রাম্প।

গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ জন্য উইটকফ এরই মধ্যে একাধিকবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। এ নিয়ে ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে কয়েকবার হতাশা প্রকাশ করেছেন। যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি কিনছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় অভিযোগ দাখিল

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজ নিলেন মুফতি ফয়জুল

গ্রেফতার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, রিমান্ড আবেদন

মারা গেছেন মিয়ানমার জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

গাজায় রক্তের তীব্র সংকট, বাড়ছে মৃত্যু

চট্টগ্রামে সেতু ভেঙে দুই ভাগ, এক পাশে চলছে যানবাহন