ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

ব্রাজিলের হয়ে খেলতে প্রস্তুত নেইমার

ব্রাজিলের হয়ে খেলতে প্রস্তুত নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। কিন্তু দীর্ঘ ১২ মাসের চোট কাটিয়ে গত বছরের অক্টোবরে ক্লাব ফুটবলে মাঠে ফেরার পর আবারও চোটে পড়েন তিনি। যে কারণে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে ফের নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন এই ফরোয়ার্ড। 

গত ফেব্রুয়ারিতে ব্রাজিলে ফিরলেও ছন্দে ছিলেন না নেইমার। যে কারণে তার দল সান্তোসও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠছিল না। অবশেষে নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সের ব্রাজিলিয়ান সিরি আ-তে গতকাল মঙ্গলবার জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। যেখানে নেইমার করেছেন জোড়া গোল। 

বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর এল আলতোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। এ দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’ এর আগে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। তখন তাকে স্কোয়াডের বাইরে রাখার বিষয়ে কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলে ফিরেছে, প্রস্তুতিও নিচ্ছে। আমিও চাই, সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক। বিষয়টি খোলাখুলিভাবে জানাতে আজ (কাল) সকালেই আমি তার সঙ্গে কথা বলেছি।’

আরও পড়ুন

এখন সব চোখ নেইমারের দিকে। ম্যাচে ৯০ মিনিট যেভাবে দাপট দেখিয়েছেন, তা নিশ্চয়ই নজর কেড়েছে ব্রাজিলের জাতীয় দলের নির্বাচকদের। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না তা সময়ই বলে দিবে। এদিকে জয় পেলেও এখনও রেলিগেশন অঞ্চলের কাছাকাছি রয়েছে সান্তোস। দলের ১৫তম স্থানে থাকা নিয়ে ৩৩ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘আমাদের এখন থেকেই উন্নতি করতে হবে।’ নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী নেইমার, ‘সবাই জানে আমার গুণগত মান আছে, আমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হয় না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

 ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি 

প্রিয়াঙ্কার রহস্যজনক পোস্ট ঘিরে গুঞ্জন!

ফেনীতে বারবার বাঁধ ভেঙে বন্যার ঘটনায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান