ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান চীনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না। চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

আরও পড়ুন

এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়। তিনি বলেন, চীনাদের যেকোনো বিষয়ে দর কষাকষির দক্ষতা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাজিদ হ ত্যা র দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না’ | Daily Karatoa

ছাত্র-জনতার জন্য ভাড়া করা ৮ জোড়া ট্রেনের সময়সূচি

কাঠগোলাপের শুভ্রতায় মিলেমিশে একাকার প্রভা

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু

পরীমনি :আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি….. খুশি?

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা