বগুড়ায় শীর্ষ মাদক কারবারি বেদনা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের শীর্ষ মাদক কারবারি বেদনা বেগম (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে বগুড়া সদর ফাঁড়ির একটি টিম চকসুত্রাপুর কসাইপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ রোববার (৩ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে বেদনা বেগম এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ পোটলা হেরোইন পাওয়া যায়। সে চকসূত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা।
সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, বেদনা বেগম একাধিক মাদক মামলার আসামি। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন