ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে বৃষ্টি ভেজা রাতে বাড়ির উঠানে ভাবীকে ধর্ষণের চেষ্টা

বগুড়ার ধুনটে বৃষ্টি ভেজা রাতে বাড়ির উঠানে ভাবীকে ধর্ষণের চেষ্টা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে বৃষ্টি আসায় মধ্যরাতে বাড়ির উঠানে মাটির চুলা ঢাকার সময় ভাবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পন্ডিত সরকার (৪৮) নামে প্রতিবেশি দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পন্ডিত সরকার উপজেলার আড়কাটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৪৭) পন্ডিত সরকারের সম্পর্কে প্রতিবেশী ভাবী। দীর্ঘদিন ধরে পন্ডিত সরকার ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ অবস্থায় অন্যান্য দিনের মত ২৫ জুলাই রাতে খাবার শেষে স্বামীসহ নিজ ঘরে তিনি ঘুমিয়ে পড়েন।

রাত ২টার দিকে টিনের চালে বৃষ্টির শব্দে তার ঘুম ভেঙে গেলে উঠানে মাটির চুলা ঢাকতে ঘরের বাইরে আসেন তিনি। তখন চুলার অদুরে আগে থেকে ওৎ পেতে থাকা পন্ডিত সরকার গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে তার স্বামী ও ছেলে ঘর থেকে বের হয়ে পন্ডিত সরকারকে আটক করে।

আরও পড়ুন

সংবাদ পেয়ে পন্ডিত সরকারের স্বজনরা ঘটনাস্থলে পৌছে ভুক্তভোগীর পরিবারকে মারপিট করে পন্ডিত সরকারকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে ২৮ জুলাই বগুড়া আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় পন্ডিত সরকারকে প্রধান আসামি করে তার সহযোগী হিসেবে আরো ৪ জনকে আসামি করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে বাদির আরজিটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ মামলার আসমিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভৈরব নদে গোসলে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

এমন ব্যবস্থা গড়ে তুলব, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: ডা. তাসনিম জারা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৫৩ জন

জমিজমা নিয়ে বিরোধে বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ১৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা 

কুড়িগ্রামের রাজারহাটে ২৮ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

‘বাংলার ইয়াজিদ’ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবোই: সামান্তা শারমিন