ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে সংগঠনটি। বড় জমায়েত করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে। সারা দেশে থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন এই সমাবেশে।

এছাড়া দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারা উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। বিকাল ৪টায় সমাবেশ শুরু করবে দলটি।জানা গেছে, গত বছরের এই দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। দিনটি স্মরণ করতে এ সমাবেশ করছে ছাত্রদল ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি।

ছাত্রদলের সমাবেশকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি।সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ হ্রাস, সুশৃঙ্খল করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সহসভাপতি ডা. আউয়াল বলেন, এ দিনটি আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে। তাই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে। এতে ছাত্রদলের লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের নির্দেশনায় বলা হয়, ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। শাহবাগ এলাকায় একাধিক হাসপাতাল থাকার বিষয়টি বিবেচনা করেছে ছাত্রদল।

কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশ থেকে আসা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সবচেয়ে বড় ‘আনার’ বাগান দিনাজপুরে

বগুড়ার ধুনটে ভাতিজার ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়ার সারিয়াকান্দিতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা : দোকানি গ্রেফতার

পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শাজাহানপুরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন