যারা ক্ষমতায় বসেছেন তারা জুলাইয়ের চেতনা ধারণ করছেন না : সাদিক কায়েম

রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের হিস্ট্রিক্যাল করাপসন দেখতে পাচ্ছি। পুরো জুলাইটা একটা বর্গের মধ্যে নির্দিষ্ট গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। জুলাইয়ের যে সার্বজনিতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল তা বিনষ্ট করার জন্য দায়িত্বশীলদের বিভাজনমূলক আচরণ দেখতে পাচ্ছি, যা জাতিকে অনেক বেশি হতাশ করছে।
খুনি হাসিনার ১৬ বছরে যে মানবধিকার লঙ্ঘন হয়েছে, জুলাই আন্দোলনের দুই হাজার শহিদ করেছে, ৪০ হাজার পঙ্গু করেছে, প্রতিটি ঘটনার বিচার প্রত্যাশা করেছিলাম কিন্তু গত এক বছরে একটি রায়ও হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহিদের রক্তের ওপর ক্ষমতায় বসিয়েছি, তারা জুলাইয়ের চেতনা ধারণ করছেন না, তারা বেশি ভোগবিলাসে ব্যস্ত।
আজ শনিবার (২ আগস্ট) বিকেলে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই সনদ নিয়ে সাদিক কায়েম বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু এই জুলাই সনদ ও ঘোষণাপত্র একটা পক্ষ কুক্ষিগত করার চেষ্টা করছে।
সরকার কে হুঁশিয়ার করতে চাই, জুলাই সনদ ও ঘোষণাপত্রে শহিদদের আকাঙ্খা, শহিদদের যে চাওয়া তা পরিলক্ষিত না হলে এবং জুলাই বিপ্লবের ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৯ দফা এবং ৯ দফা পরবর্তি যে আন্দোলন সমন্বয় করা, এই সামগ্রিক বিষয়গুলোর প্রতিচ্ছবি না থাকলে জাতি এই জুলাই সনদ ও ঘোষণাপত্র মেনে নিবে না।
আরও পড়ুনআমরা আশা করবো, সকল অংশীজনের সাথে সমন্বয় করে জুলাই সনদ ও ঘোষণাপত্র হবে এই প্রত্যাশা করি। আমাদের কিছু বন্ধুপ্রতিম জুলাই যোদ্ধা, যাদের সাথে আমরা জুলাই আন্দোলন করেছি। কিন্তু তাদের সামগ্রিক আচরণ ব্যক্তি সাদিক কায়েম না পুরো জাতিকে আশাতহ করেছে। তবে কেউ যদি জুলাইয়ের সাথে বেঈমানী করে তাহলে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলমান থাকবে।
পরে বিকেলে তিনি রংপুর টাউন হল চত্বরে পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্রশিবির আয়োজিত জুলাই অভুত্থ্যানের আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদান করেন।
মন্তব্য করুন