ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার !

দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার !

লাইফস্টাইল ডেস্ক :  দাঁত নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দাঁতের ক্ষয়কে সাধারণ সমস্যা ভাবলে ভুল হবে। এটি অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে। শুধু দাঁত হারানো নয়, দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসারের মতো মারাত্মক রোগও।

আজকাল ওরাল হেলথের সমস্যায় ভোগার প্রবণতা দিন দিন বেড়েছে। মাড়ির রোগ, দাঁতের ক্ষয় থেকে শুরু করে মুখের ক্যানসারেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাছাড়া শরীরের এমন বেশ কিছু জটিল রোগ রয়েছে যার প্রভাব সরাসরি দাঁত ও মাড়ির ওপর পড়ে।

আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খাই। যার কিছু কণা প্রায়শই আমাদের দাঁতের ফাঁকে আটকা পড়ে। মুখের ভেতরের লালায় থাকা প্রোটিন ও ব্যাকটেরিয়ার সাথে এই খাবারের কণা মিশে ডেন্টাল প্লাক তৈরি করে। সময়মতো এই প্লাক পরিষ্কার না করলে তা শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়। এর ফলে মাড়ি ও দাঁতের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন মাড়ি থেকে রক্ত পড়া, মাড়িতে প্রদাহ, দাঁতের ক্ষয় কিংবা দাঁত পড়ে যাওয়া। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মেনে চলতে হবে প্রাথমিক কিছু নিয়ম।

বেসিক ওরাল হাইজিন কীভাবে রক্ষা করবেন?

(১) সুস্থ ওরাল হাইজিনের জন্য দিনে দুবার ব্রাশ করা অত্যন্ত জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। এতে মুখের মধ্যে সারারাত জমে থাকা ব্যাকটেরিয়া প্লাক তৈরি করতে পারে না। এরপর ঘুম থেকে উঠে সকালের টিফিনের পর ব্রাশ করুন। এতে সারাদিন মুখ পরিষ্কার থাকে।

আরও পড়ুন

(২) ব্রাশ করার পাশাপাশি ফ্লসিংও খুব গুরুত্বপূর্ণ। ব্রাশ দিয়ে দাঁতের যে অংশে পৌঁছানো যায় না, ফ্লসিং সেই জায়গাগুলো পরিষ্কার করে। প্রতিদিন রাতে ব্রাশ করার পর ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার এবং প্লাক পুরোপুরি পরিষ্কার হয়।

(৩) প্রতিদিন একবার গরম নুন জল দিয়ে কুলি করলে মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া কমে যায়। এটি মাড়ির প্রদাহ কমাতেও সাহায্য করে। তাছাড়া লবণ পানি দিয়ে গড়গড়া করলেও মুখের ভেতরের স্বাস্থ্য ভালো থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের যত্ন না নিলে এটি হৃদরোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই, বেসিক ওরাল হাইজিন মেনে চললে শুধু মুখের স্বাস্থ্য নয়, বরং সুস্থ জীবনযাপন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক