ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা:জাগপা'র

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা:জাগপা'র

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এ কর্মসূচি সফল করতে জাগপার ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ আজ শুক্রবার (১ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা নেতকর্মীরা।

জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা উত্তর গেট এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, শেখ হাসিনাকে ফেরতের দাবিতে আমাদের ১২ দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে আমরা আজ প্রস্তুতিমূলক সমাবেশ ও মিছিল করছি।

আরও পড়ুন

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়। কর্মসূচি চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বায়তুল মোকাররম মসজিদ এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু