বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ একজন গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে চুরি যাওয়া পাঁচটি গরুর মধ্যে একটি গরু ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবির গরুর হাট থেকে সাবু (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সে জয়পুরহাট সদর উপজেলার কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। গত রোববার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামে লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি টিম নিয়ে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবির গরুর হাট থেকে চোরাই গরুসহ একজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনপরে আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারের জন্য অভিযান চলছে।
মন্তব্য করুন