বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে বাসের ধাক্কায় গফুর শেখ (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৮ জুলাই) সকাল আনুমনিক সাড়ে ১১ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া নামক বাসস্ট্যান্ড এলাকায়। নিহত গফুর শেখ উপজেলার মুরইল ইউনিয়নের দোগাছি ছয় ঘড়িয়াপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
জানা যায়, গফুর শেখ উল্লেখিত সময়ে পোড়াপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বগুড়াগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর ভাবে আহত হয়।
আরও পড়ুনএরপর তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাহালু থানার এসআই মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন