ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

রংপুরের গঙ্গাচড়ায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় উত্তেজনা বাড়ি ভাঙচুর

রংপুরের গঙ্গাচড়ায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় উত্তেজনা বাড়ি ভাঙচুর। ছবি : দৈনিক করতোয়া

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ(সা.)কে নিয়ে অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠে। ইসলাম ধর্ম ও নবিকে নিয়ে কটূক্তিকারী রঞ্জন রায়কে (১৭) গত শনিবার রাতে উপজেলার বেতগাড়ী আলদাদপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এদিকে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই তার বাড়ি মনে করে পাশের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

গতকাল রোববার রঞ্জন রায়ের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কিশোরগঞ্জ উপজেলার শিঙেরগাড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে আবারও কয়েকটি বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত করে।

অপরদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয় এবং তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এছাড়াও এলাকায় অপ্রীতিকর ঘটনার এড়াতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ঘটনার দিন থেকে ঘটনাস্থলে প্রতিদিন গিয়ে সবাইকে শান্ত থাকার পরামর্শ ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা নেওয়া হয়েছে তাদের সহায়তা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে