ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

শিক্ষার্থীকে পিটিয়ে জখম করায় শহীদ ক্যাডেট‘র শিক্ষকের নামে মামলা

শিক্ষার্থীকে পিটিয়ে জখম করায় শহীদ ক্যাডেট‘র শিক্ষকের নামে মামলা। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার পরিচালকসহ দুই শিক্ষকের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২) ও পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০)।

বাদি পক্ষের আইনজীবী এড. নিখিল চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

এ বিষয়ে শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, ছেলেটাকে একটু বেশিই মারধর করেছে। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেনি। থানায় অভিযোগ দেওয়ার পর তাকে বার বার ফোন দিলেও সে আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ‘ভয়েস অব জুলাই’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

বগুড়ায় মাান্নান হত্যা মামলা মতিন-আমিনুল-হিরোসহ চার জনের পাঁচদিনের রিমান্ড