পঞ্চগড়ের বোদায় দুই আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।
এ সময় ভিসি আইসক্রিম কারখানার মালিক মফিদুল ইসলামকে ৫০ হাজার ও কাওসার আইসক্রিম কারখানার মালিক মহিবুল্লাহ কাওসারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানা মালিকেরা জরিমানার অর্থ প্রদানের পর তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরাসহ থানা পুলিশ সদস্যরা।
জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, কেমিক্যাল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুদকৃত আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল। এ সময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫শ’ পিস তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পরে কাওসার কারখানা থেকে ৫শ’ পিছ তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরির বিষয়ে জানতে পেরে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই আইসক্রিম কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
মন্তব্য করুন