ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

শেরপুরের নকলায় বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক কাঠ ফার্নিচার শ্রমিক মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় ঘটনাটি ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর তথ্যটি জানিয়েছেন। নিহত সুজন মোজাকান্দা এলাকার ফয়জল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সুজন মিয়া বৃহস্পতিবার সকালে পলাশকান্দি কাজী বাড়ির পিছনে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে চাষ দেওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় শামীম মিয়া জানান, সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচার দোকানে চাকারি করতেন। তবে বোরো ও আমন মৌসুমে নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করতেন। সুজন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মানবেতর জীবন যাপনের সম্ভবনা স্পষ্ট হলো। চরম হুমকির সম্মুখীন হলো পরিবারটি।

আরও পড়ুন

সুজনের খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ও তার পরিষদের অন্যান্যরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম জানান, খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়েছি। আর  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাপ্যতার ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়িতে কচ্ছপ রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন

বগুড়ার কাহালুতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে জমি দখলের প্রতিবাদ করায় কৃষককে হত্যার চেষ্টা

দিনাজপুরের বোচাগঞ্জের ব্যবয়ায়ীর ১১ টন চাল পটুয়াখালী থেকে উদ্ধার গ্রেফতার ২