ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

রিমান্ডে এসেও মুখ খোলেনি চার আসামি

কী ঘটেছে বগুড়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর ভাগ্যে ?

কী ঘটেছে বগুড়ায় নিখোঁজ স্কুল ছাত্রীর ভাগ্যে ?

স্টাফ রিপোর্টার: একে একে ১১ দিন পেরিয়ে গেলেও স্কুল ছাত্রী কবিতা মনির খোঁজ মেলেনি। গত ১৪ জুলাই বান্ধবীর সাথে বগুড়ার মমইন ইকোপার্কে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় মেয়েটি। সে কোথায় আছে, বা তার ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার  করে  রিমান্ডে নিলেও মুখ খোলেনি আসামিরা। উদ্ধার হয়নি মেয়েটি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়েটির বান্ধবীসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতার আসামিরা হলো, বগুড়া সদর থানাধীন হাজরাদিঘী এলাকার মৃত আনছার রহমানের ছেলে পিয়াস (২৫), হাজরাদিঘী পশ্চিমপাড়া এলাকার আলী জামালের ছেলে শরিফুল ইসলাম (২০) একই এলাকার দিলবর হোসেনের ছেলে স্মরণ হোসেন (২৮) ও বগুড়া সদর থানাধীন ইসলামপুর হরিগাড়ী এলাকার আমিনুল ইসলাম মেয়ে আসমা আক্তার (১৯)।
এরপর তাদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে  আদালত তাদের ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করলে  থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডে এসেও তারা মুখ খোলেনি। এদের মধ্যে আসামি আসমা আক্তার শুধু বলেছে, তাদের সাথে কবিতা মনি মমইনে ইকোপার্কে বেড়াতে গিয়েছিল। বেড়ানো শেষে কবিতা মনি বাড়ির দিকে যায়। এরপর থেকে আমরা কিছু জানিনা।

শহরের সুত্রাপুরের বাসিন্দা মেয়েটির বাবা মনোয়ার হাকিম কবির বলেন, গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে বান্ধবীর সঙ্গে শহরের পর্যটন কেন্দ্র মম ইন ইকো পার্কে ঘুরতে গেলে কবিতা নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কবিতার বান্ধবী ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করেছে। আসামিদের মধ্যে একজন পার্কের নিরাপত্তাকর্মী এবং অন্যজন টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের কর্মী। পুলিশ ইকোপার্কের নিরাপত্তা কর্মী স্মরণকে গ্রেফতার করলেও এখনও অধরা আছে লিফটের কর্মী শিহাব ওরফে সোহেল। তার বিশ্বাস শিহাব ধরা পড়লেই তার মেয়ে উদ্ধার হতে পারে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, জানি না আমার মেয়ে বেঁচে আছে কি না। শুধু চাই, ওকে ফিরে পেতে । 

আরও পড়ুন

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এখন পলাতক এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটিকে উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়িতে কচ্ছপ রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বিমান বিধ্বস্তে দগ্ধ পাঁচজনের অবস্থা সংকটাপন্ন

বগুড়ার কাহালুতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে জমি দখলের প্রতিবাদ করায় কৃষককে হত্যার চেষ্টা

দিনাজপুরের বোচাগঞ্জের ব্যবয়ায়ীর ১১ টন চাল পটুয়াখালী থেকে উদ্ধার গ্রেফতার ২