দিনাজপুরে ১২৮টি মামলা আদালত থেকে প্রত্যাহার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিএনপি এবং জামায়াতের প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ১২৮টি মামলা সরকারি নির্দেশে আদালত থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এড. মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২০ মে, ২০২৫ তারিখে সহকারী সচিব মো: মফিজুল ইসলাম স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ আইন ১ শাখা হতে দিনাজপুর জেলার ১৩ টি থানায় বিগত সময়ে দায়েরকৃত ১২৮ টি এসব মামলা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ পত্র জারী করা হয়।
তিনি বলেন, এসব মামলা গুলোতে বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মী আসামি হিসেবে তালিকা ভুক্ত রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার শাসন আমলে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ভাবে পুলিশ কর্মকর্তারা বাদি হয়ে এসব গুরুতর অপরাধ আইনে মামলা দায়ের করা হয়। এসব মিথ্যা মামলায় দীর্ঘ কয়েক বছর থেকে তাদের হয়রানি করা হচ্ছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এসব মামলা গুলো প্রত্যাহারের জন্য উদ্যোগ গ্রহণ করেন। সরকারি নির্দেশে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় এসব ৫১৩ টি মিথ্যা মামলার তথ্য সংগ্রহ করা হয়। চলতি বছরের প্রথম দিকে এই জেলার ৫১৩ টি মামলা প্রত্যাহারের জন্য রাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে প্রেরণ করা হয়।
আরও পড়ুনপ্রত্যাহারকৃত মামলা গুলোর মধ্যে রয়েছে, দিনাজপুর সদরে ৪৫, বীরগঞ্জে ১০ চিরির বন্দরে ২৭, কাহারোলে ১০, পার্বতীপুরে ০৩, খানসামায় ১৪, বিরলে ০২, বোচাগঞ্জে ০২, নবাবগঞ্জে ৩, হাকিমপুরে ৩, ঘোড়াঘাটে ২, ফুলবাড়ীতে ২ ও বিরামপুরে ৫টি।
তিনি বলেন, দিনাজপুর পাবলিক প্রসেকিউটর দপ্তর থেকে ৫১৩ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য প্রেরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১২৮ টি মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হলো। অবশিষ্ট ৩৮৫ টি মামলা পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে তিনি আশা করছেন।
মন্তব্য করুন