ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

সিরাগঞ্জের উল্লাপাড়ায় শ্রেণিকক্ষে গরমে ৩ শিক্ষার্থী অসুস্থ

সিরাগঞ্জের উল্লাপাড়ায় শ্রেণিকক্ষে গরমে ৩ শিক্ষার্থী অসুস্থ। ছবি : দৈনিক করতোয়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বাঙ্গালা কাজী ছাইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত গরমে শ্রেণিকক্ষে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসময় বিদ্যালয়ের অপর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইউসুফ আলী ও রাকিব হাসান এবং ষষ্ঠ শ্রেণির খাইরুল আলম। খবর পেয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। প্রচন্ড গরমে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক রহমত উল আলম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির আহ্বাযক শহিদুল ইসলাম জানান, স্কুলে একটি ছোট পাকা ভবন আছে। এখানে নবম ও দশম শ্রেণির ক্লাস করানো হয়। অপর ভবনটি টিন শেডের এবং ঘরে কোন সিলিং নেই। প্রচন্ড উত্তাপেও এই ভবনে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হয়। গ্রীষ্ম মৌসুমে কষ্ট করে ক্লাস করে তারা। গতকাল বুধবার দুপুরে এই টিনের ভবনেই ৩ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

স্কুলের প্রধান শিক্ষক রহমত উল আলম জানান, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে তাদের ঠান্ডা জায়গায় আনা হয়। মাথায় পানি ঢালা হয়। ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস মুঠোফোনে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দেন। তিনি আরও বলেন, সিলিংবিহীন টিনের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস করা খুবই কষ্টের। কিন্তু স্কুলের আর্থিক অবস্থা ভালো না থাকায় সিলিং দেওয়া সম্ভব হয়নি। তবে অবিলম্বে সিলিংয়ের ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস জানান, শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেন তিনি। শিক্ষার্থীরা প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের সুস্থ করে অভিভাবকদের সহযোগিতায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলের টিনের ভবনটির স্থলে পাকা ভবন নির্মানের প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার