ভিডিও শনিবার, ২৬ জুলাই ২০২৫

পঞ্চগড়ে শীতের কুয়াশার দেখা মিলছে শ্রাবণে

পঞ্চগড়ে শীতের কুয়াশার দেখা মিলছে শ্রাবণে। ছবি : দৈনিক করতোয়া

পঞ্চগড় জেলা প্রতিনিধি : শীতকালে কুয়াশা ঝড়বে এটাই স্বাভাবিক। কিন্তু শ্রাবণে সেই কুয়াশায় ঢেকে থাকবে পথ-ঘাট এটা অনেকে মানতেই চাইবে না। তবে এমনই চিত্র দেখা গেছে উত্তরের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে। গতকাল মঙ্গলবার রাত থেকে হালকা কুয়াশা নজরে এলেও রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কুয়াশার দাপট।

মাঝারি কুয়াশায় ঢেকে যেতে থাকে চারপাশ। আজ বুধবার (২৩ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এবং জলীয়বাষ্প ঘনিভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে।

কয়েকদিন মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলছে না পঞ্চগড়ে। ভ্যাসপা গরমে ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। এরইমধ্যে গতকাল মঙ্গলবার রাত ১০টার পর থেকে ধোঁয়ার মত কুয়াশা দেখা যায়। মধ্যরাতের মধ্যে পুরো দৃশ্যমান হয় কুয়াশা। রাত বাড়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি হয় কুয়াশা। সকালে ঘাস ও গাছের ডগায় শিশির বিন্দু জমে শীতকালের আবহ সৃষ্টি করে। যা দেখে অবাক হয়েছেন সকলেই।

সেইসাথে অন্যরকম সকাল উপভোগ করেছেন তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে তপ্ত ঝলমলে রোদে মিলিয়ে যেতে শুরু করে কুয়াশা। জেলা সদরের বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন ফজর আলী পিন্টু বলেন, ভোরে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢেকে থাকতে দেখেন। তিনি বলেন, দেখে শীতকাল মনে হলেও ভ্যাসপা গরম জানান দিচ্ছে বর্ষাকালের।

আরও পড়ুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, মৌসুমী বায়ু অতিরিক্ত সক্রিয় থাকায় এবং বায়ুমন্ডলে ধুলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় জলীয়বাষ্প ঘনিভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশার মত ঝড়ছে।

অনেক জায়গার তা বৃষ্টির মত পড়েছে। তবে তা রেকর্ড করার মত নয়। তিনি আরও জানান, মৌসুমী বায়ু সক্রিয় হতে শুরু করেছে। এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ এবং আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আইআরজিসি’র ঘাঁটিতে বন্দুক হামলা

কলকাতার সিনেমা থেকে সরে দাঁড়ালেন খায়রুল বাসার

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটনরা

‘আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না’

কুমিল্লায় ২৩ মামলার অভিযুক্ত আসামিকে কুপিয়ে হত্যা

অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিলো ইসরাইল