ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গোলরক্ষক নিয়ে ম্যানসিটি-ম্যানইউ-পিএসজি’র টানাহেঁচড়া

গোলরক্ষক নিয়ে ম্যানসিটি-ম্যানইউ-পিএসজি’র টানাহেঁচড়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন তুর্কি ক্লাব গালাতাসারায়ে যাচ্ছেন। তাকে কিনতে মাত্র ৩ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে ক্লাবটির। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা তাই শীর্ষ পর্যায়ের নতুন একজন গোলরক্ষক পেতে মরিয়া। 

সংবাদ মাধ্যম মাইসফুটবল জানিয়েছে, পোর্তর পর্তুগিজ গোলরক্ষক ডিয়াগো কস্তাকে দলে নিতে চান পেপ গার্দিওলা। ওদিকে পিএসজি’র সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। তিনি দল ছাড়তে চান বলেই খবর। পিএসজি ওই জায়গায় পর্তুগাল জাতীয় দলের গোলরক্ষক ডিয়াগো কস্তাকে দলে নেওয়ার কথা ভাবছে। ওই কস্তা আরও এক মৌসুম আগে ম্যানচেস্টার ইউনাইটেডের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন। যদিও শেষ পর্যন্ত আন্দ্রে ওনানাকে দলে ভেড়ায় রেড ডেলিভসা। 

এখানে আছে আরেক টুইস্ট। দোন্নারুমা যদি পিএসজি ছাড়েন তাকে আবার দলে নেওয়ার চেষ্টা করবে ম্যানসিটি। পিএসজি’র সঙ্গে ইতালিয়ান গোলরক্ষকের চুক্তি আছে মাত্র এক বছর। চুক্তির শেষ বছরে থাকায় অপেক্ষাকৃত কম দামে তাকে পেতে পারে ম্যানসিটি। যদিও কেমন দামে লা প্যারিসিয়ানরা ইতালিয়ান গোলরক্ষককে ছাড়বে সে ধারণা পাওয়া যায়নি। তবে পোর্তর গোলরক্ষক কস্তাকে যে ক্লাবই কিনুক খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। 

আরও পড়ুন

সংবাদ মাধ্যমের মতে, তার রিলিজ ক্লজ ৭০ মিলিয়ন ইউরো। তবে পোর্ত তাকে রিলিজ ক্লজের চেয়ে কিছুটা কম দামেও বিক্রি করতে প্রস্তুত। তাকে কেনার লড়াইয়ে ম্যানসিটি ও পিএসজি ঢুকলে ম্যানইউ-এর সুযোগ কিছুটা কমে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড়ল সোনার দাম

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

বগুড়ায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

ফরিদপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘর্ষ, বন্ধ বাস চলাচল