১৫ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের দেওয়া ১৩৪ রানের টার্গেটে রীতিমতো ধুঁকছে সালমান আগার দল। ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে তারা।
মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর প্রথমে ব্যাট করতে নেমে জাকির আলির ৫৫ ও শেখ মাহাদি হাসানের ৩৩ রানে ভর করে ১৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান দল। তাদের টপঅর্ডারকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশি বোলাররা। প্রথম ৫ ওভারে ৫ উইকেট নেই পাকিস্তানের। স্কোর বোর্ডে মাত্র ১৫ রান।
আরও পড়ুন
এই পাঁচ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। দুজনই দুটি করে উইকেট শিকার করেছেন। আর একটি রানআউট।
মন্তব্য করুন