ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

এসিসি’র সভা যথাসময়ে ঢাকাতেই হবে : বুলবুল

এসিসি’র সভা যথাসময়ে ঢাকাতেই হবে : বুলবুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আগামী সভাটি যথাসময়েই বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আগামী ২৩ বা তার পরদিন ২৪ জুলাই দুই দিনব্যাপী এসিসি’র অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এসিসির দুই দিনব্যাপী এই সভা।

সোমবার রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।এসিসি ও আইসিসি সভায় যোগ দিয়ে গতকাল ২১ জুলাই বিকেলে তিনি দেশে ফিরে জানান, এসিসির সভা যথাসময়েই অনুষ্ঠিত হবে। সভাটি এসিসি’র। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোস্ট। পুরো আয়োজনটাই এসিসি’র। আমরা লোকাল হসপিটালিটি দেব। এর বাইরে আবাসন, খাওয়া আনুষ্ঠানিক লজিষ্টিক সাপোর্ট আমাদের। বিসিবি সভাপতি আরও জানান, ২৩ জুলাই ইনফর্মাল আর ২৪ জুলাই ফর্মাল মিটিং অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এসভা ঢাকায় হওয়া সম্পর্কে আমিনুল ইসলাম বুলবুল বললেন, কে এলো আর কে এলো না, এটা বিসিবি’র বা বাংলাদেশের দেখার বিষয় না। মিটিংটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের, বিসিবি বা বাংলাদেশের নয়। আমাদের ভূমিকাটা শুধু মেহমানদারি করার মত। এছাড়া স্বল্প সময়ের নোটিশে অনেক দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা আসবেন, তাদের অন অ্যারাইভাল ভিসা নিশ্চিতের কাজটিও আমাদের ওপর বর্তেছে। আমরা সেসব কাজগুলোই সম্পাদনের চেষ্টা করছি। আমাদের সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন ভাই এসিসি’র সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনিই এ আয়োজনের কাজকর্ম যথাযতভাবে সম্পাদনের দায়িত্ব পালন করছেন।

যেহেতু হাতে সময় খুব কম। সব দেশের ক্রিকেট প্রতিনিধিদের পক্ষে ভিসা নিয়ে ঢাকায় আসা সম্ভব হচ্ছে না। তাই বিসিবি’র ওপর দায়িত্ব বর্তেছে, তারা যাতে ‘অন-অ্যরাইভাল ভিসা পান-সে ব্যবস্থা করতে। সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ওই কাজটি সুচারুভাবে সম্পাদনের চেষ্টাই করছি আমরা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বগুড়ার কাহালুতে মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি

বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই আন্দোলনের চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা

দেশ যেভাবে চলছে জনগণ ক্ষুব্ধ: জামায়াত আমির

বেতারের জন্য গাইলেন সাব্বির- অনন্যা

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু