ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রক্ত দিতে ছুটে গেলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা

রক্ত দিতে ছুটে গেলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা, ছবি: সংগৃহীত।

রাজধানী উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পরপরই সেখানে প্রচুর মানুষ ভিড় করেন। উৎসুক জনতার কারণে উদ্ধার কাজও ব্যহত হচ্ছিল। অনেকেই বিরক্ত হচ্ছিলেন এদের কার্যকলাপের কারণে। 

তবে এসবের বাইরে অনেক প্রশংসনীয় ঘটনাও রয়েছে। যেমন এই দুর্ঘটনার পরপরই যখন শোনা গেলে রক্ত প্রয়োজন, তখনই হাসপাতালগুলোতে লাইন পড়ে গেল। মানুষজন রক্ত দিতে উদগ্রীব। সিলেট থেকে এক নারী চলে এসেছেন রক্ত দিতে। এবার দেখা গেল তৃতীয় লিঙ্গের মানুষেরা ঢাকার বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে  জড়ো হয়েছেন। তারা রক্ত দিতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলছেন, আমরা খবর শুনেছি আমাদের বাচ্চারা আহত হয়েছে, তাদের প্রচুর রক্ত দরকার। বাচ্চারা কষ্ট পাচ্ছে। এসব শুনে আমরা ছুটে এসেছি, আমাদের রক্ত নেওয়ার ব্যবস্থা করেন। আমরা রক্ত দিব। 

আরেকজন বলছেন, আমরা গতকালই শুনেছি। গতকাল আসতে চেয়েছিলাম কিন্তু গতকাল নাকি রক্ত লাগবে না, তাই আজ চলে এসেছি। আমরা কুড়িল বিশ্বরোডের কাছে থাকি। সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি।

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুই জন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষিকা মাহরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের

বগুড়ার শিবগঞ্জে মা-বাবাকে মারপিটের অভিযোগে ছেলে গ্রেফতার

মেয়ের কফিনে চুমু দিয়ে শেষবিদায় দিলেন বাবা

গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখলেন দুই উপদেষ্টা

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের মরদেহ দাফন

সচিবালয়ের সামনে লাঠিচার্জ, আহত ৭৫ জনকে নেওয়া হয়েছে ঢামেকে