ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার, ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাক্তার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং কিছু সংখ্যক রোগীর স্বজন ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ চিত্র দেখা যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রবেশ গেটে সেনা সদস্য, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা দাঁড়িয়ে আছেন। তারা হাসপাতালটির কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢুকতে দিচ্ছেন। এর বাইরে গণমাধ্যম বা জনতাকে তারা ঢুকতে দিচ্ছেন না।

যদিও সকাল ৮টায় এ সংক্রান্ত ব্রিফিংয়ে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের কিছু সময়ের জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। ব্রিফিং শেষেই আবার গণমাধ্যমকর্মীদের গেটের বাইরে বের করে দেওয়া হয়।  

আরও পড়ুন

এদিকে সকালেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রক্তদাতাদের ভিড় জমাতে দেখা যায়। রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের তাদের তথ্য নিতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে ঢোকায় আবারও নিষেধাজ্ঞা

মার্টিন লুথার কিং হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

কুমিল্লায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে সরকার

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা