ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি

এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত

এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত, ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত।মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

সব আদালতকে বিচারকাজের শুরুতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আরও পড়ুন

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দুই শিশুর

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের কবরের জন্য জায়গা নির্ধারণ

স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে ঢোকায় আবারও নিষেধাজ্ঞা

মার্টিন লুথার কিং হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড়

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

কুমিল্লায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু