ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বগুড়ায় ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

বগুড়ায় ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : বগুড়ার শহরের সেউজগাড়ী পালপাড়ায় একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

নিহত তারিকুল ইসলাম তোহা (১৮) বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। সে বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। 

আরও পড়ুন

তার বন্ধুরা জানায়, সে সেউজগাড়ী পালপাড়ায় ওই ছাত্রাবাসে এক রুম ভাড়া নিয়ে থাকত। সে একটি মেয়েকে ভালোবাসত। কয়েকদিন ধরে মেয়েটির সাথে তার বনিবনা হচ্ছিল না। এই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে মেয়েটির সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার ছাত্রাবাসের রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে কালো গেঞ্জি দিয়ে মুখ ঢেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে সে তার এক চাচাতো ভাইকে ফোন দিয়ে জানায় সে আত্মহত্যা করতে যাচ্ছে। সেই সাথে সে ঘরের তীরের সাথে ওড়না লাগানোর আত্মহত্যার প্রস্তুতির ছবিও তার চাচাতো ভাইয়ের মেসেঞ্জারে পোস্ট করে। এরপর তার চাচাতো ভাই বিষয়টি তার সাবেক রুমমেট সৈকতকে জানায়। এরপর সৈকত মোবাইল ফোনে বিষয়টি ছাত্রাবাসের লাবিবকে জানায়। এরপর লাবিব অন্যদের সাথে নিয়ে তার রুমের কাছে দিয়ে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। এরপর জানালা খুলে দেখতে পারে তার লাশ তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুলিশের ওপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল পরিবার, ৪ জন পুলিশ আহত : ১ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ দুই মাদকসেবীর জেল-জরিমানা