রংপুরের পীরগাছায় খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর ও বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় বজ্রপাতে শিপন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশুসহ ৩ জন। অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে মারা গেছেন রেহেনা বেগম (৪৫) নামে এক নারী।
এ ঘটনায় গরুও মারা যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত শিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে। এছাড়াও একইদিন দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় রেহেনা বেগম নিহত হন। তিনি ওই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিপন মিয়া তার বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে সমবয়সী ছেলেদের সাথে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আহত হয় শাহিন (৩৮), মুন্না (১২) ও শাওন (১৩)। এরমধ্যে শাহিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঅপরদিকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নিজ বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতায়িত গৃহপালিত গরুকে ছটফট করতে দেখে রেহেনা বেগম এগিয়ে যান। এসময় তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সাথে গরুটিও মারা যায়। এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দু’টি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন