ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই :সারজিস আলম

বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই :সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। 

তিনি বলেন, আমরা যখন গোপালগঞ্জে যাই, আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ একটি জেলা এই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তবে আগামীর বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় সারজিস এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের এই সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যার নির্দেশদাতা, শাপলা চত্বরে হত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।

আরও পড়ুন

তিনি বলেন, যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলায় পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেপ্তার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পথসভা আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার  চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে পেয়ারায় অনন্য সাফল্য কাউসারের

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নাটোরের লালপুরে আম বোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো, গ্রেফতার ১৬৪

রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর