ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ফল ২১ জুলাই

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ফল ২১ জুলাই

তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকার ২০টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টায় এ পরীক্ষা শেষ হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল আগামী ২১ জুলাই প্রকাশ করা হবে।

জানা গেছে, তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য আয়োজিত এ পরীক্ষা অংশ নিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ পরীক্ষার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে প্রায় ১৪ প্রার্থীর লড়াই করেছেন।

এ ছাড়া ২১ জুলাই ফলাফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে পিএসসি। প্রতিষ্ঠানটি বলছে, আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে গত ২৯ মে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২৫ জুন। এরই মধ্যে ৩ জুন এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে স্টারলিংক চালুতে সরকারের দক্ষতা ও উদ্যোগে মুগ্ধ স্পেসএক্স

হোয়াটসঅ্যাপ আনল ডকুমেন্টস স্ক্যান করার ফিচার

পাবনার সাঁথিয়ায় তিন বাড়ি থেকে ২টি গরু ও ৮টি ছাগল চুরি

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্য

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র

ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার