ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬৯

ছবি : সংগৃহীত,ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১১ জন। বৃহস্পতিবার শহর কর্তৃপক্ষ ও পুলিশের দুই কর্মকর্তার বরাত দিয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


বৃহস্পতিবার রাতের এই অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা যায়, আল-কুতের করনিশ হাইপারমার্কেট ভবনের বাইরের অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা রাতভর আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছুড়ছেন। একই সময়ে উদ্ধারকর্মীদের সহায়তায় মার্কেটে ছাদে আটকা পড়া লোকজনকে নিরাপদে নামিয়ে আসতে দেখা যায়।

আল-কুতের সরকারি কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেছেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় মার্কেটের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

প্রদেশের গভর্নর বলেছেন, হাইপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করা হবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে।

আরও পড়ুন

তিনি বলেছেন, আমরা ভবনের মালিক ও শপিং মলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

ইরাকে ত্রুটিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায়ই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, ২০২৩ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহরের বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন