নেইমারের গোলে সান্তোসের জয়

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সিরি আ’র শীর্ষ দল ফ্ল্যামেঙ্গো। সেই দলটাকে চমকে দিয়েছে সান্তোস। শেষ দিকে নেইমারের গোলে ১৪তম রাউন্ডে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাতে ফর্মে ফেরার ইঙ্গিতও ছিল। ব্রাজিলিয়ান তারকার চোট জর্জর ক্যাম্পেইনে এটি ছিল সিরি আ’য় তার প্রথম গোল। এখন পর্যন্ত শুরুর একাদশ থেকে খেলেছেন মাত্র তিনবার।
গোলের পর নেইমার বলেছেন, ‘আমি প্রতিটি ম্যাচের ৯০ মিনিট খেলতে চাই। শারীরিকভাবে আরও ভালো হতে চাই। কিন্তু মনে হচ্ছে আরও সময় লাগবে।’ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর এক বছরেরও বেশি সময় সাইড লাইনে ছিলেন নেইমার। তার পর থেকে ফেরার লড়াইয়ে রয়েছেন। নিজের সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘আমার শরীর এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সব কিছুতেই সে মানিয়ে নিচ্ছে।’
শুরু থেকে ম্যাচটা ছিল জমজমাট। ফ্ল্যামেঙ্গো বল দখলে আধিপত্য দেখালেও গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না। সান্তোসও রক্ষণ আঁটোসাঁটো করে রেখেছিল। শেষ পর্যন্ত প্রতি আক্রমণ থেকে সুযোগ পেয়ে জাল কাঁপায় স্বাগতিক দল। ৮৪ মিনিটে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে জালে বল পাঠাতে ভুল করেননি নেইমার। তাতে লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সান্তোস। অপর দিকে লিগ লিডারদের জন্য এই পরাজয় ছিল হতাশার। টানা ৩ ম্যাচ জয়ের পর লিগে প্রথম হার দেখেছে তারা। তার পরেও ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্ল্যামেঙ্গো। সান্তোস এই জয়ে ২০ দলের টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে।
আরও পড়ুন
মন্তব্য করুন