ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সিনসিনাটি’র কাছে বিধ্বস্ত মিয়ামি

সিনসিনাটি’র কাছে বিধ্বস্ত মিয়ামি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে টানা পাঁচ ম্যাচ জয়ের পর থেমে গেল ইন্টার মিয়ামির দাপট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লিওনেল মেসির দল ৩-০ গোলে হার মানে এফসি সিনসিনাটির কাছে।

মাত্র ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচ খেলতে নামে মিয়ামি, ক্লান্তি ভর করেছিল প্রায় সবার শরীরে। সেই সুযোগটা কাজে লাগায় সিনসিনাটি। দুর্দান্ত রক্ষণ আর ধারালো আক্রমণে মেসিদের দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। ১৮ মে’র পর নিয়মিত মৌসুমে এটি মিয়ামির প্রথম হার। সিনসিনাটি’র পক্ষে প্রথম গোলটি আসে ম্যাচের ১৬ মিনিটে। বক্সের বাম দিক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এটি তার চলতি মৌসুমের চতুর্থ গোল। প্রথমার্ধেই সিনসিনাটি ৭টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। সিনসিনাটির রক্ষণভাগ প্রথমার্ধজুড়ে নিয়ন্ত্রণে রাখে মিয়ামির আক্রমণভাগকে। মেসি দুটি সুযোগ পেলেও একটি ব্লক করেন লুকাস এঙ্গেল, অন্যটি রুখে দেন গোলরক্ষক রোমান সেলেন্তানো। ম্যাচে দুটি সেভ করা সেলেন্তানোর জন্য এটি ছিল চলতি মৌসুমে সপ্তম ক্লিন শিট।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন ইভান্দার। এরপর ৭০ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। টানা পাঁচ ম্যাচে গোল করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। নিয়মিত মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫। ম্যাচে মিয়ামির দুই গোলরক্ষক অস্কার উস্তারি ও রকো রিয়োস নোভো মিলে চারটি সেভ করলেও গোল বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়ে মিয়ামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহতিমের ‘সুইসাইড নোট’

এই বর্ষায় বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

বগুড়ায় যে কারণে জোড়া হত্যাকাণ্ড, ঘাতক গ্রেফতার

জিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন : রিনা খান

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা