মায়ের ওপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (১৬) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ধারাবারিষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের আবুল কালামের মেয়ে। সে ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে খাদিজা স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করছিলো। ছোট বোন মোবাইল চাওয়ায় খাদিজা না দিলে তার মা এসে মোবাইল কেড়ে নিয়ে ছোট বোনকে দিয়ে দেয়। এরপর মায়ের ওপর অভিমান করে খাদিজা বাড়িতে থাকা কীটনাশক পান করে।
আরও পড়ুনপরিবারের সদস্যরা টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন