বসে খাওয়া নবিজির (সা.) সুন্নত

যে কোনো পানীয় বা খাবার বসে খাওয়া সুন্নত। নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অভ্যাস ছিল যে কোনো পানীয় বা খাবার বসে খাওয়া। কোনো ওজর বা অসুবিধা ছাড়া দাঁড়িয়ে খাওয়া বা পান করা অপছন্দনীয়। নবিজি (সা.) দাঁড়িয়ে খেতে ও পান করতে নিষেধ করেছেন।
আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। হাদিসটির বর্ণনাকারী কাতাদা (রহ.) বলেন, আমরা হজরত আনাসকে (রা.) জিজ্ঞাসা করলাম তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন? তিনি বললেন, এটা তো আরও মন্দ কাজ। (সহিহ মুসলিম: ২০২৪)
অন্য একটি বর্ণনায় আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে বললেন, বমি করে ফেলে দাও। সে বলল, কেন? তিনি বললেন, তুমি কি পছন্দ কর যে তোমার সাথে বিড়াল পান করবে? সে বলল, না। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এর চেয়েও মন্দ কেউ? অর্থাৎ শয়তান তোমার সাথে পান করেছে। (শরহু মুশকিলুল আছার: ২১০২)
তাই কোনো ওজর বা অসুবিধা না থাকলে হাদিসের নির্দেশনা অনুযায়ী বসেই খাওয়া ও পান করা উচিত। তবে মনে রাখা দরকার, দাঁড়িয়ে খাওয়া বা পান করা নাজায়েজ নয়। বিশেষ পরিস্থিতিতে যদি বসে খাওয়া ও পান করা কঠিন হয় বা সম্ভব না হয়, তাহলে দাঁড়িয়েও খাওয়া ও পান করা যেতে পারে।
খাওয়ার সময় যেভাবে বসতে হবে
স্বাভাবিকভাবে বসে খেতে পারে এমন ব্যক্তির জন্য হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় বা মাকরুহ। আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, আমি হেলান দিয়ে খাবার খাইনা। (সহিহ বুখারি:৫৩৯৮)
অন্য একটি হাদিসে আবদুল্লাহ ইবনে আমর (রা.) তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বাভাবিক অবস্থায় কখনো হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি। (সুনানে আবু দাউদ ৪/২৮৭)
কারণ হেলান দিয়ে খেলে আল্লাহর নেয়ামত খাবারের প্রতি নিজের মুখাপেক্ষিতা ও রিজিকদাতা আল্লাহর প্রতি শোকর প্রকাশ পায় না। অহমিকা প্রকাশ পায়। একটি হাদীসে এসেছে, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি সেভাবেই আহার করি যেভাবে একজন গোলাম আহার করে এবং আহারের জন্য সেভাবেই বসি যেভাবে একজন গোলাম বসে। (কিতাবুয যুহদ: ১১) তবে কেউ অসুস্থতা বা দুর্বলতার কারণে হেলান দিয়ে বসে খেতে পারে। হেলান দিয়ে বসে খাওয়া নাজায়েজ বা হারাম কাজ নয়।
খাওয়ার সময় বসার সাধারণ সুন্নত পদ্ধতি হলো, দুই হাঁটু বিছিয়ে এক পায়ের ওপর বসে আরেক পা দাঁড় করিয়ে রাখা। যেভাবে আমরা নামাজের সময় বসি। সহিহ বুখারির ব্যাখ্যাকার বদরুদ্দীন আইনি (রহ.), ইবনে কায়্যিমসহ (রহ.) অনেক আলেমরা এভাবে বসে খাওয়াকে সুন্নত বলেছেন।
মন্তব্য করুন