সুন্দরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে পরিতোষ সরকার (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে সুন্দরগঞ্জ-ডোমেরহাট পাকা সড়কের খেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ সরকার রংপুরের মিঠাপুকুর উপজেলার ভরতগান্ডি গ্রামের মৃত ধীরেন সরকারের ছেলে।
আরও পড়ুনস্থানীয়রা জানান, ওই সময় পরিতোষ সরকার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি গরুবোঝাই ভটভটিকে ওভারটেক করার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিতোষকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সেলিম রেজা বলেন, ঘটনার পর অজ্ঞাত অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন