দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো: মামুন শাহকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। থানা হতে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২ টায় পুলিশ তার বাড়ি থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে চিরিরবন্দর সহ অন্যান্য থানায় মামলা রয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল ওয়াদুদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত যুবলীগ নেতা ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছিল। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন