ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ পেয়ে বোর্ড সেরা অনামিকা

১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ পেয়ে বোর্ড সেরা অনামিকা

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়েছে কুমিল্লার অনামিকা দেবনাথ। ফেনী গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। ফলাফল অনুযায়ী কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছরের এসএসসিতে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ নম্বর।

কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকার বাসিন্দা উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ম্যানেজার দিলীপ কুমার দেবনাথ ও কুমিল্লার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মা বিনা রাণী দেবনাথের কন্যা অনামিকা দেবনাথ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে এ কৃতিত্ব অর্জন করেন।

গত ১০ জুলাই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ৬টি জেলার সম্বয়ে গঠিত কুমিল্লা বোর্ডে এ বছর পাসের হার ৬৩ দশমিক ৬০ ভাগ। অনামিকা দেবনাথ কুমিল্লা বোর্ডের অধীন ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় তিনি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বরের মধ্যে ১৯২, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ২০০ নম্বরের ১৮৯, গণিতে ১০০ নম্বরের মধ্যে ১০০, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে ৯৪, হিন্দু ধর্মীয় বিষয়ে ৯৭, পদার্থ বিদ্যালয় ৯৮, রসায়নে ৯৭, উচ্চতর গণিতে ৯৯, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৫০ এর মধ্যে ৪৮, জীব বিজ্ঞানে ১০০, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা ১০০ এবং ক্যারিয়ার এডুকেশন ৫০ এর মধ্যে ৫০ পেয়েছে। সব মিলিয়ে সে ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২৬৪ নম্বর।

আরও পড়ুন

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লা বোর্ডে ১২৬১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনুভা ইসলাম তোহা।

ভালো ফলাফলের বিষয়ে জানতে চাইলে অনামিকা দেবনাথ বলেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সকল শিক্ষকের সঠিক ও তত্ত্বাবধান ও যুগোপযোগী পাঠদানের কারণেই এমন ফলাফল সম্ভব হয়েছে। যেহেতু সেটি আবাসিক, তারপরও শিক্ষকরা সেখানে আমাদের কখনোই মা-বাবার শূন্যতা বুঝতে দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

হা ম লা র ভ-য়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক | CCTV camera | Karatoa International

চ্যাটজিপিটি ব্যবহারে কমছে মস্তিষ্কের কার্যকারিতা

প্রখ্যাত অভিনেতা ধীরজ কুমার আর নেই

প্রথম দেখায় যা করবেন না