ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। 

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৪ বছর। আরেকজনের বয়স ৬৫ বছর। একজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এবং একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬, চট্টগ্রামে ৫৪, ঢাকা বিভাগে ৪৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪, খুলনায় ২৭, ময়মনসিংহে ৩, রাজশাহীতে ৩৮ ও রংপুরে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৩ হাজার ৯৬৯ জন ছাড়পত্র পেয়েছেন। 

আরও পড়ুন

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ২১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের মৎস্য ভান্ডার খ্যাত বিলগুলোর অস্তিত্ব বিপন্ন

আশা করছি যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে : বাণিজ্য উপদেষ্টা

বজ্রপাতের সময় স্মার্টফোন চার্জ দেওয়া কি ঠিক?

দিনাজপুরের চিরিরবন্দরে ডিবি পুলিশের হাতে আওয়ামী লীগ নেত্রী আটক

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

দীর্ঘ ২৭ বছর পর প্লেব্যাকে আমির খান