ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের গল্প তুলে ধরবে ঢাবি প্রশাসন

ঢাবি প্রতিনিধি: ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবার সরাসরি তুলে ধরবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রবিবার (১৩ জুলাই) আব্দুল মতিন ডিজিটাল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি প্রশাসন জানায়, আগামী মঙ্গলবার (১৫ জুলাই) উপাচার্য চত্বরে স্থাপন করা হবে একটি এলইডি ওয়াল। সেখানে ভিডিও প্রজেকশনের মাধ্যমে এক বছর আগের সেই নারকীয় হামলায় আহতদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে পরিচালিত এ প্রদর্শনীতে হামলার শিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার, ছবি ও ঘটনাবলির পুনর্গঠন থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, “ভবিষ্যৎ প্রজন্ম যেন সত্যিটা জানে - কে হামলা চালিয়েছে, কারা প্রতিবাদ করেছিল, আর কারা নীরব ছিল— সেটাই আমরা স্পষ্ট করতে চাই।”
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাবি প্রশাসন। তারই ধারাবাহিকতায় আহতদের গল্প তুলে ধরার পাশাপাশি আরও কিছু আয়োজনে থাকবে ইতিহাস চিত্রায়ন ও গণসচেতনতামূলক কার্যক্রম।
আরও পড়ুনএছাড়া আগামী ১৭ জুলাই টিএসসি/রাজু ভাস্কর্য চত্বরে প্রদর্শিত হবে দুটি প্রামাণ্যচিত্র— Teachers in July এবং *Abrar Fahad*। এই আয়োজনও হবে বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে।
ঢাবি প্রশাসন জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে ছাত্রলীগের সহিংস ভূমিকা, রাষ্ট্রীয় নির্যাতন এবং প্রতিবাদী শিক্ষার্থীদের সাহসিকতা—সবই তুলে ধরা হবে ইতিহাসের স্বচ্ছ আয়নায়।
মন্তব্য করুন