ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

জাতীয় দলে সাকিবের জন্য দরজা খোলাই আছে

সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের জার্সিতে ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান। ফলে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা- কল্পনা। অনেকের-ই প্রশ্ন সাকিব কি ফিরতে পারবেন দেশের জার্সিতে। এবার সেই অনিশ্চয়তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য এখনও বোর্ডের দরজা খোলা। দেশের একটি গণমাধ্যমে তিনি বলেছেন, সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে এমন ১-২ জন খেলোয়াড়ই আসে। ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ড পারফরম্যান্সÑসব দিক দিয়ে সে এখনও জাতীয় দলে খেলার মতো উপযুক্ত।

সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মিঠুর সোজাসাপ্টা জবাব, তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এটা পুরোপুরি আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়েই ভাবছি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের খড়গে পড়েছিলেন সাকিব। তবে সম্প্রতি নিজের বোলিং অ্যাকশন শুধরে অংশ নিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যদিও সেখানে পারফরম্যান্স ভালো ছিল না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি লিগে খেলছেন তিনি।

আরও পড়ুন

পারফরম্যান্স প্রত্যাশিত না হলেও অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে এখনও তার জাতীয় দলে অবদান রাখার মতো সামর্থ্য আছে বলে মনে করছেন বিসিবির এই পরিচালক, অ্যাকশন শোধরানোর পর সে একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না। তাকে বাদ দিয়ে দেওয়া যাবে না। সাকিবের সঙ্গে বিসিবির যোগাযোগ আছে কি না, এমন প্রশ্নে মিঠুর উত্তর, যোগাযোগ তো সবার সঙ্গেই হচ্ছে, ক্রিকেট অপারেশন্সের সঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে যেই দলটা গঠিত হয়েছিল, তা আগের পরিকল্পনার ভিত্তিতে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবেন, সেটা দেখার বিষয়। নির্বাচকেরা পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপ কী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি