ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আ’লীগ নেতা বাবলু গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আ’লীগ নেতা বাবলু গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুকে (৬২) গ্রেফতার করা হয়েছে। তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রধান আতাউর রহমান বাবলু উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। জানা গেছে, তিনি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সিনিয়র সাবেক সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় গত ৩ অক্টোবর এবং ২০১৪ সালের ১৫ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা, মারপিট ও ককটেল নিক্ষেপের ঘটনায় গত ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়।

আরও পড়ুন

এ মামলা দু’টিতে অন্যান্য আসামিদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুকেও আসামি করা হয়। এর আগে কয়েকজনকে গ্রেফতার করা হলেও পলাতক ছিলেন প্রধান আতাউর রহমান বাবলু।

গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলা শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

সখীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহড়া সমাপ্ত

আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য— সালমান শাহের স্মরণে শাকিব খান

কাশিমপুর থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার