ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ভারতীয় নারী

ছবি : সংগৃহীত,ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৬ জুলাই ইয়েমেনে ভারতীয় নাগরিক নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হবে। দণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা এ নারীকে নিয়ে ভারতে অনেক আলোচনা চলছে।

তার মৃত্যুদণ্ড আটকাতে অনেক চেষ্টা করা হচ্ছে। তা সত্ত্বেও আগামী ১৬ জুলাই দণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি গত তিন বছর ধরে ইয়েমেনের কারাগারে বন্দি আছেন।

প্রিয়া ভারতের কেরালার পালাক্কাদ বিভাগের কোলেনগোদের বাসিন্দা। তিনি ২০০৮ সালে ইয়েমেনে যান। সেখানে নার্স হিসেবে বিভিন্ন হাসপাতালে কাজ করার পর নিজস্ব ক্লিনিক খোলেন।

তিনি ইয়েমেনি নাগরিক তালাল আবদো মেহদীর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেন। তবে ২০১৭ সালে তাদের মধ্যে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এরপর তিনি মেহেদীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন।

যদিও প্রিয়ার পরিবারের দাবি মেহদী তার পাসপোর্ট আটকে রেখেছিল। আর নিজের পাসপোর্ট পেতে তিনি মেহদীকে ঘুমের ওষুধ খাওয়ান। কিন্তু এর প্রভাবে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

প্রিয়া ইয়েমেন থেকে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তান হন। এরপর ২০১৮ সালে তাকে হত্যায় অভিযুক্ত করা হয়।

তাকে ছাড়াতে বিভিন্ন সংস্থা ক্যাম্পেইন করেছে। এছাড়া মেহদীর পরিবারকে ইসলামিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতেও চেয়েছে প্রিয়ার পরিবার। কিন্তু তারা যতটা ক্ষতিপূরণ দিতে চাচ্ছেন সেটিতে রাজি হয়নি মেহদীর পরিবার। এ কারণে আগামী ১৬ জুলাই ফাঁসির দঁড়িতে ঝুলতে হবে প্রিয়াকে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়

নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না:বুমরাহ

নওগাঁর আত্রাইয়ে আকস্মিকভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা