ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার!

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আসছে নতুন অতিথি, এ খবরটা গত বছর জানুয়ারিতেই দিয়েছিলেন নেইমার-ব্রুনা বিয়ানকার্দি জুটি। এরপর থেকে অপেক্ষার প্রহর গুনছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ভক্ত-অনুসারীরা। সেই অপেক্ষা শেষ করে শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল।

ইনফ্লুয়েন্সার, স্টাইল আইকন ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের প্রথম কন্যা মাভি জন্ম নেয় ২০২৩ সালে। তবে মাভি ছিল নেইমারের দ্বিতীয় সন্তান। নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে তার প্রথম সন্তান, পুত্র দাভি লুকার জন্ম হয় ২০১১ সালে। সেই প্রেম পরে আর টেকেনি। তবে ছেলে দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে। মাঝে ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা-হেলেনা। এরপর সর্বশেষ সন্তান মেল।

সন্তান জন্মের সময় পাশে থাকতে আপাতত নেইমার তার ক্লাব সান্তোসের কাছ থেকে ছুটি নিয়েছেন। ওদিকে ছোট্ট মেলের জন্মের খবরটা ইনস্টাগ্রামে দিয়েছেন মা ব্রুনা। তিনি লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

আরও পড়ুন

জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার সম্প্রতি চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি নবায়ন করেছেন। বছর শেষেই বোঝা যাবে ২০২৬ বিশ্বকাপের আগে তিনি নতুন কোনো ক্লাবে যাবেন কি না। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার