মায়ের মৃত্যুতে মাহমুদুর রহমানের বাড়িতে গেলেন মির্জা ফখরুল

‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহমুদুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মারা যান মাহমুদা বেগম। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
সাংবাদিক মাহমুদুর রহমানের মা মারা গেছেন
রোববার (৬ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসায় গিয়ে মাহমুদুর রহমানকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও সংশ্লিষ্ট সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে অংশ নেন মির্জা ফখরুল।
মন্তব্য করুন