ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘নীলচক্র’র পর গল্প পড়ছেন মন দিয়ে মন্দিরা

আলোচিত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। ছবি ঃ তালহা মোস্তফা

অভি মঈনুদ্দীন ঃ দুটি সিনেমাতে অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের এই সময়ের আলোচিত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো ‘কাজল রেখা’। প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মনে ঠাঁই করে নিতে পেরেছিলেন। আর দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’তে অভিনয় করে যেন একজন অভিনেত্রী হিসেবেও স্বীকৃতি পেলেন।

‘নীলচক্র’ যারাই দেখেছেন তারাই তার অভিনয়ের প্রশংসা করেছেন। মন্দিরা নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে দর্শকের সঙ্গে ‘নীলচক্র’ সিনেমাটি দেখেছেন। দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছেন তাতে মুগ্ধ তিনি। ‘নীলচক্র’ মুক্তির পর তার কাছে আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে। প্রাথমিকভাবে বেশ কয়েকটি সিনেমার গল্প শোনার পর মন্দিরা জানান এর মধ্যে দুটি সিনেমার গল্প তার পছন্দ হয়েছে। এই সময়টা তার কাটছে সেই দুটো সিনেমার গল্প পড়ে। মন দিয়ে তিনি দুটো সিনেমার গল্প পড়ছেন, নিজের চরিত্রটিও ঠিকঠাক মতো বুঝার চেষ্টা করছেন। যদি সবমিলিয়ে ভালোলেগে যায় তাহলে শিগগিরই মন্দিরার পক্ষ থেকে ঘোষনা আসভে নতুন সিনেমায় অভিনয় করার।

মন্দিরা চক্রবর্ত্তী বলেন,‘ আমি আগেও বলেছি যে সিনেমাতে কাজ করার ব্যাপারে অর্থ বা সম্মানী আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গল্প এবং আমি যে চরিত্রে অভিনয় করবো সেই চরিত্রটি। নীলচক্র মুক্তির পর বেশ কয়েকটি সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছি। তারমধ্যে দুটি সিনেমার গল্প শুনে আমার কাছে ভালোলেগেছে। যে কারণে এই দুটো সিনেমার গল্প পড়ছি আমি মন দিয়ে। দেখা যাক শেষমেষ কী হয়। তবে আমি আমার ভক্ত দর্শককে নিরাশ করতে চাইনা। যে কারণে গল্পের প্রতি এবং আমার চরিত্রের প্রতি মনোযোগ দিচ্ছি। আশা করছি এই বছরেই নতুন আরো একটি সিনেমার কাজ শুরু করতে পারবো। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি, তারা আমার কাজল রেখার পর নীলচক্র’ও ভীষণ পছন্দ করেছেন। আগামী সপ্তাহে সিনেপ্লেক্সে সিনেমাটি আবারো প্রদর্শন করা হবে। তখন আশা করছি যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি তারা আবার হলে গিয়ে দেখবেন। আমিতো যাবোই।’

আরও পড়ুন

উল্লেখ্য, চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহনের মধ্যদিয়ে খুলনার মেয়ে মন্দিরার মিডিয়াতে যাত্রা শুরু। এরপর তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হয়েছেন মিউজিক ভিডিরও মডেল। তবে তার স্বপ্ন ছিলো নায়িকা হবার। সেই স্বপ্ন পূরণেই পাশে দাঁড়ালেন গিয়াস উদ্দিন সেলিম। সরকারী অনুদান পাওয়া ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করেই নায়িকা হিসেবে অভিষেক হয় মন্দিরার। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ তার অভিনীত দ্বিতীয় সিনেমা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার