ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দ্রুত নির্বাচন আয়োজনে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত,দ্রুত নির্বাচন আয়োজনে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা

সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি ফোনালাপে এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ফোনালাপে উভয় পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।


গত সোমবার (৩০ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথায় কথা উঠে এসেছে যে, যথা শিগগির সম্ভব নির্বাচন করা হোক।’

কোন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুপক্ষের কথাবার্তাই হচ্ছিল আন্তরিক পরিবেশে।

আরও পড়ুন


তারমাঝে এই কথাগুলো উঠে এসেছে। নির্বাচন প্রসঙ্গে তারা জিজ্ঞাসা করেছেন এবং এ ব্যাপারে আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে, সেটির বিষয়েও তাদের সমর্থনের কথাও ব্যক্ত করেছে। তখন তাদের জানানো হয়েছে যে আসলে যত শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে।’
যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে তিনি বলেন, ‘আজকে ওয়াশিংটনে বৈঠক হবে।


বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭

ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে : প্রেস সচিব

আখাউড়া দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১২০০ কেজি ইলিশ

চিজ বার্গার দিবস আজ!

৪৫ দিনের ব্যবধানে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত

পাইক্রফটের ক্ষমা চাওয়াকে ‘নৈতিক জয়’ হিসেবে দেখছে পাকিস্তান: রমিজ রাজা