বগুড়ার শাজাহানপুরে চোরাই গরুসহ একজন গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়ার সাত দিনের মাথায় চোরাই গরু উদ্ধার ও সোহেল (৩২) নামের এক গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোহেল শাজাহানপুর উপজেলার ফুলকোট মধ্যপাড়া গ্রামের আজাদুল রহমানের ছেলে।
জানা গেছে, গত ২৪ জুন দুপুরে বাড়ির পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে তিনটি গরু ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন শাজাহানপুর উপজেলার আমরুল উত্তরপাড়া গ্রামের মৃত হায়দার আলী সরকারের ছেলে আব্দুস সাত্তার। একপর্যায়ে তিনি গরুগুলোকে মাঠে রেখে কিছু সময়ের জন্য বাড়িতে যান।
ঘণ্টাখানেক পরে গরুর খোঁজ নিতে গিয়ে দেখতে পান তিনটির মধ্যে একটি গরু নেই। এ ঘটনায় তিনি গরু চুরি হয়েছে মর্মে শাজাহানপুর থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার (১ জুলাই) রাত ৩টার দিকে বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে গরু চোর সোহেলকে গ্রেফতার এবং চোরাই গরুটি উদ্ধার করে।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গরু চোর সোহেলকে চুরি মামলায় আজ মঙ্গলবার (১ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন